নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার ছোট্ট পৌরসভা বসুরহাট। মীর্জা কাদেরের এক মন্তব্যে বসুরহাটে দ্বন্দ্ব শুরু হয় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে যা সারা দেশ জুড়ে আলোচিত হয়।
পৌরসভা নির্বাচনে কাদেরের জয়ের পর এই দ্বন্দ্ব আরও তীব্র হয়।আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গণমাধ্যম কর্মীসহ দুইজন নিহত হয়।তারপর পুলিশের উপর হত্যা মামলায় গ্রেপ্তার করা হয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলকে।
সর্বশেষ, নোয়াখালী আদালত গত রবিবার হত্যা মামলা দায়ের করেছে বসিরহাটের পৌরসভা মেয়র কাদের মীর্জার বিরুদ্ধে এবং তার ছেলের বিরুদ্ধে। এছাড়া পুলিশ হামলা ও হত্যাকান্ডের জন্য তিন শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে।