অপহরণ এবং চাঁদা আদায়ে বিভিন্ন কৌশল অবলম্বন করা আরো এক চক্র ধরা পড়েছে চট্টগ্রামে। যারা জমজ ভাই। এই নিয়ে ৩ দিনে ধরা পড়লো ২ টি চক্রের ৬ জন।
এরা শুধুমাত্র অনিবন্ধিত এবং অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করে ঘটায় সব অপরাধ কর্মকাণ্ড। গ্রেপ্তারের পর দিয়েছে চাঞ্চল্যকর সব তথ্য। তারা হলেন জিসান উদ্দিন রোকনও জিয়ান উদ্দিন আরমান।
পুলিশের দাবি চট্টগ্রামের বাকলিয়ায় এমন কোন অপরাধ নেই যা এই দুই ভাই করেনি।