deshbangla71news.com
অর্থনীতি

টেসলা-টাটা এবার একসাথে


ভারতে অবকাঠামো বা বৈদ্যুতিক বাহন চার্জ করার জন্য টাটা মোটরসের সাথে পার্টনারশীপ করবে টেসলা- এমন আলোচনায় উঠে এসেছে টেসলা।
বাড়তে চলেছে টাটা মোটর’স এর শেয়ারের মূল্য।

গত কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে, ভারতে উৎপাদন এবং গবেষণা ও উন্নয়ন (RND) স্থাপন করবে টেসলা।

টেসলার নির্বাহীদের সাথে আলোচনার কথা প্রকাশ করেছেন স্থানীয় সরকার কর্মকর্তাগণ এবং গত মাসে টেসলা আনুষ্ঠানিকভাবে ভারতের দক্ষিণ কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে একটি ভারতীয় কম্পানিকেও অন্তর্ভুক্ত করেছে।
এছাড়াও গত মাসে, টেসলা ভারতে একটি ব্যবসায়িক ইউনিটও নিবন্ধভুক্ত করেছে। যা নিশ্চিত করে কিছু ঘটতে চলেছে।

সিএনবিসি-র ভারতীয় বিভাগ জানায়,
টেসলা অবকাঠামো চার্জিংয়ে পার্টনারশীপ চুক্তি করতে ভারতের বিশালকর্মী সংস্থা টাটা মোটরসের সাথে প্রাথমিক আলোচনা করেছে টেসলা।

এদিকে টাটা নিশ্চিত করেছে যে, তারা তাদের চার্জিং অবকাঠামো ব্যবসার প্রসার ঘটাচ্ছেন।
তবে টেসলার সাথে এমন চুক্তিকে সরাসরি অস্বীকার বা স্বীকারও করেনি টাটা।
তাই এখনও পরিষ্কার নয় ভারতে টেসলার পরিকল্পনা।

তবে সিইও (CEO) এলন মাস্ক ইঙ্গিত দিয়েছেন, টেসলার লক্ষ্য এ বছরের শেষের দিকে দেশেই যাত্রা শুরু করার এবং আনুষ্ঠানিক পরিকল্পনাগুলো শীঘ্রই প্রকাশিত হবে বলেও আস্বস্ত করেছেন।

বর্তমান সময়ে বিশ্বের চতুর্থ বৃহৎ মোটরগাড়ির বাজার ভারত। একটি হিসেবে জানা গিয়েছে ২০২১ সালে ভারত হয়ে উঠতে পারে বিশ্বের তৃতীয় বৃহৎ মোটরগাড়ির বাজার।
প্রতি বছর ভারতে বিক্রি হওয়া কয়েক মিলিয়ন গাড়ি মূলত ছোট এবং সস্তার গাড়ি।
তাই ভারতের মধ্যবিত্ত শ্রেণি অটো বা বৈদ্যুতিক গাড়ির বাজারেও আনতে পারে পরিবর্তন।


Related posts

এবার সরকারই বাড়াল আলুর দাম

deshbangla71news.com

৪ থেকে ১০ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক

সিএমএসএমইয়ের অনুৎপাদনশীল খাতে ঋণের সীমা বাড়ল

deshbangla71news.com