যুক্তরাষ্ট্রের শিখাগোয়ের সন্দেহভাজন বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২ জন।
রোববার ঐ হামলায় আরো ১৩ জন গুরুতর আহত হয়।
পুলিশ জানায় সাউথসাইড লোকালয়ে রাতভর পার্টি চলছিল সেখানে ভোর ৫ টা নাগাদ এ হামলা হয়।
গুলিবিদ্ধ সবার বয়স ২০ থেকে ৪৪ বছরের মধ্যে। চিকিৎসাধীন ৭ জনের অবস্থা সংকটাপন্ন এমনটা জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে ৪ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে কিন্তু হামলার সাথে ঠিক কতজন জড়িত ছিল তা নিশ্চিত করেনি নিরাপত্তাবাহিনী।
এই ঘটনায় কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি। হামলার মূল কারণ জানা যায়নি, তদন্ত করছে পুলিশ।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে বাকবিতন্ডের কারণে এই গোলাগুলি।