deshbangla71news.com
ঢাকা

রাজধানীতে পানি দূষণ


রাজধানী ঢাকা, ২৭০ বর্গকিলোমিটার এর একটি শহর।যেখানে প্রায় দুই কোটি মানুষ বসবাস করে।
শিক্ষা,সাস্থ্য,পড়ালেখা বিভিন্ন কারনে এই শহরে প্রায় এক লাখ মানুষ আসা যাওয়া করে।
এই শহরের চারপাশ ঘিরে রয়েছে বুড়িগংগা,তুরাগ,বালুও,শিতলক্ষা এই চারটি নদী।শহরের সকল কারখানার ইত্যাদি ময়লা আবর্জনা এই সকল নদীতে জমা হয়।
তবে নেই এই সকল ময়লা নিষ্কাশন এর ব্যবস্থা।ফলে দূষিত হছে পানি।


Related posts

রাজধানীতে লকডাউনের বিরুদ্ধে মিছিল-অবরোধ

নিজস্ব প্রতিবেদক

যানজটের শহরে পরিনত হচ্ছে ঢাকা

নিজস্ব প্রতিবেদক

ছবি হাতে হাতিরঝিলে মা, মিললো ১ মাস আগে নিখোঁজ ছেলের মরদেহের সন্ধান

নিজস্ব প্রতিবেদক