গত মাসে রেলপথে ১৫ হাজার মেট্রিক টন সার নেপালে রপ্তানি করেছে বাংলাদেশ। সম্প্রতি ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে নেপাল পর্যন্ত রেল ট্রানজিট সুবিধা দেওয়ার পর চাঁপায় নবাবগঞ্জের রোহানপুর হয়ে ট্রেন যোগে সার রপ্তানি করা হয়।
খুব শীঘ্রই আরো প্রায় ১৪ হাজার মেট্রিক টন সার যাবে এই পথ দিয়ে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ট্রানজিটে তাদের আয় বাড়বে। নিয়মিত এই সুবিধা পেলে রপ্তানি বানিজ্য ও বৃদ্ধি পাবে।
এই উপ আঞ্চলিক সহায়তা হিসেবে ভারত ট্রানজিট দেয় বাংলাদেশকে।এতে বাংলাদেশের রপ্তানি বাজার আরো সম্প্রসারিত হবে বলে আশা করা যায়।