deshbangla71news.com
  • Home
  • বিনোদন
  • হৃদয়বিদারক মুক্তিযুদ্ধের সিনেমায় ‘স্পর্শিয়া’
বিনোদন

হৃদয়বিদারক মুক্তিযুদ্ধের সিনেমায় ‘স্পর্শিয়া’


যুদ্ধ চলছে, গ্রামের সহজ-সরল এক কিশোরী নাসিমা। ভাই আর বাবাকে নিয়ে তার পরিবার। নাসিমার বিয়ে ঠিক হতেই শুরু হয় ভয়ানক এক যুদ্ধ।
ভাই চলে যায় যুদ্ধে, বিয়ে ভাঙে তার। নাসিমার জীবনে আসে বড় রকমের আঘাত। এমন হৃদয়বিদারক এক কাহিনীতে নাসিমার চরিত্রে অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া।

মুক্তিযুদ্ধের সিনেমায় কাজের সুযোগ পেয়েছেন একসময়কার ছোট পর্দা কাঁপানো অভিনেত্রী স্পর্শিয়া। কাঠবিড়াল সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান তিনি।

এবারে ‘ফিরে দেখা’ সিনেমায় অন্যতম এক চরিত্রে রয়েছেন। মুক্তিযুদ্ধ সম্পর্কিত বিভিন্ন সিনেমা বই এবং প্রামাণ্যচিত্রের দেখে ধারণা নিয়ে পরিচালক অনুসরণ করে শুটিং করছেন স্পর্শিয়া।
পর্দার ধারে বালুচীে কাজ চলছে ‘ফিরে দেখা’ সিনেমার। কখনো আশে-পাশের গ্রামে শুটিং চলছে। সিনেমাটিতে বরণ্য অভিনেতা ‘ইলিয়াস কাঞ্চন ‘ রয়েছেন। ‘ফিরে দেখা’ সিনেমা পরিচালনা করছেন ‘রোজিনা’।


Related posts

নিলয় আলমগীরের ‘সব বিয়ে বন্ধ’!

নিজস্ব প্রতিবেদক

আইয়ুব বাচ্চুর সৃষ্টি নিয়ে ডিজিটাল আর্কাইভিংয়ের উদ্বোধন

deshbangla71news.com

কালোতে জয়া

Kazi MD Sazzad Hasan