তিন ভাই- বোন আগুনে দগ্ধ হয়ে মৃত্যু কক্সবাজার, চকরিয়ায় একটি বাড়িতে ঘুমন্ত অবস্থায় আগুন লাগে। ১৫ তারিখ রাত ১১ঃ৪৫ মিনিট এর দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের সাবান ঘাটা গ্রামে জাকের হোসেন মিস্ত্রির ঘরে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
আগুন লাগার পর পুরো ঘরে ছাড়িয়ে পড়ে । বয়স্করা বের হয়ে প্রাণে বাঁচলেও ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা যায় জাকের হোসেনের ২ মেয়ে ও এক ছেলে।
আগুন লাগার পর স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।
স্থানীয় পুলিশ জানায় “মধ্যরাতে হারবাং ইউনিয়নের সাবানঘাটা এলাকায়, কাজল বেগম এবং তার তিন ছেলে-মেয়েকে নিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ আগুন লাগায় বের হয়ে যান কাজল বেগম। অগ্নিকাণ্ডে পুড়ে যায় পুরো বাড়ি। এসময় ঘরে ঘুমিয়ে থাকা তিন ছেলে-মেয়ে দগ্ধ হয়ে মারা যায় “।