ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করেছেন শেয়ারহোল্ডাররা।
ইলন মাস্ক তার ব্যক্তিগত টুইটার একাউন্ট থেকে প্রায়সই বিভিন্ন টুইট বা মন্তব্য করে থাকেন। সম্প্রতি তার করা কিছু টুইটের উপর অভিযোগ তুলে টেসলার শেয়ার হোল্ডাররা মামলা করেন টেসলা’র সি.ই.ও ইলন মাস্কের বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের ‘ইউএস সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন’ এর সাথে চুক্তি মোতাবেক ইলন মাস্ক তার যেকোনো ব্যক্তিগত সামাজিক মাধ্যমে যেকোনো মন্তব্য শেয়ার করার পূর্বে আইনজীবীদের পরামর্শ নেবেন। কিন্তু তিনি প্রায়শই এই চুক্তি অমান্য করে আসছেন।
অভিযোগে আরও বলা হয়, মার্চের ১ তারিখ ইলন মাস্ক তার একটি টুইটে লিখেন “টেসলার শেয়ারের মূল্য প্রায় ১৩ বিলিয়ন ডলার বেশি।”
শেয়ারহোল্ডারদের অভিযোগ, ইলন মাস্কের এমন বাচ্চাসূলভ মন্তব্য কমিয়ে এনেছে টেসলার শেয়ার মূল্য। লোকসানে ফেলেছে শেয়ারহোল্ডারদের।
জিনিয়াসরা হয়ত এমনই। স্বভাবতই তারা কোনো বিধি নিষিধ মানতে চাননা। ইলন মাস্ক কি পারবেন তার এমন কৌতূহল স্বভাবকে নিয়ন্ত্রণে আনতে? অপেক্ষা কেবল ভবিষ্যত দিনগুলির।