কক্সবাজার হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি হত্যাকান্ড বলে শনাক্ত করেন পুলিশ। চার্জারের তার দিয়ে পেঁচিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হয়।
হোটেল থেকে নমুনা সংগ্রহ করছে পুলিশ। তবে এই ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি।
হোটেল সুইট হোম রিসোর্টের ম্যানেজার সৌরভ কবির জানান, গত সোমবার সকালে ঢাকা থেকে আসা মো. বাবু এবং মো. নজরুল ইসলাম একদিনের জন্য ভাড়া নিয়ে তাদের হোটেলের ওই কক্ষে ওঠেন। দিনভর হোটেলেই অবস্থান করছিলেন তারা।