deshbangla71news.com
আন্তর্জাতিক

কঙ্গোতে রাতের অন্ধকারে গ্রামবাসীর উপর হামলা, নিহত ১২


কঙ্গোর বেইনিং শহরে বুলঙ্গ এলাকায় গ্রামবাসীর উপর হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় রোববারের এই হামলায় আহত হয়েছে আরো অনেকে। মানবাধিকার সংগঠনগুলোর বরাতে গণমাধ্যম বলছে স্থানীয় সশস্ত্র গ্রুপ এলাইড ডেমোক্রেটিক ফোর্সের অভিযানে এই হতাহত হয়েছে।

রাতের আঁধারে অস্ত্রসহ গ্রামবাসীর উপর হামলা চালানো হয়। পরে ১২ জনের মরদেহ উদ্ধার করে প্রশাসন।

দেশটিতে প্রায় এই আধিপত্য বিস্তারে এবং নিজেদের অস্তিত্বের জানান দিতে নিরীহ গ্রামবাসীর উপর হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠীগুলো।


Related posts

আবারও পশ্চিমবঙ্গে মোদি। উত্তাল রাজনীতির মাঠ!

নিজস্ব প্রতিবেদক

মুসলিম দেশগুলোতে ফরাসিদের বিশেষ সতর্কতা

deshbangla71news.com

শত বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা অস্ট্রেলিয়ায়।

Kazi MD Sazzad Hasan