deshbangla71news.com
  • Home
  • বিনোদন
  • নাট্যকারদের জন্য আসছে নতুন অ্যাওয়ার্ড
বিনোদন

নাট্যকারদের জন্য আসছে নতুন অ্যাওয়ার্ড


থিয়েটারের প্রয়াত নাট্যকর্মী ‘ইশরাত নিশাত’কে স্মরণের উদ্দেশ্যে ‘ইশরাত নিশাত’ পুরষ্কার আসছে থিয়েটারে। বিভিন্ন আটটি শাখায় শিল্পীদেরকে এই পুরষ্কার দেওয়া হবে। এই বিশেষ পুরষ্কার দেওয়ার উদ্বেগ নিয়েছে ‘ইশরাত নিসাত নাট্য পুরষ্কার’ বাস্তবায়ন কমিটি।

বিদায়ী নাট্যকর্মী ‘ইশরাত নিশাত’ একসময় থিয়েটারে মঞ্চ নাটকের খুব পরিচত নাট্যকর্মী ছিলেন। হঠাৎ একদিন পৃথিবীর মায়া ত্যাগ করে পৃথিবী ছেড়ে চলে যান তিনি।

এ বছরের নতুন নাটক দেখে বিচারকরা পুরষ্কারের জন্য মনোনীত করবেন। এজন্য, বিচারকরা তাদের কাজ শুরু করে দিয়েছে। অধ্যাপক আব্দুস সেলিমকে প্রধান করে জুরিবোর্ডে কয়েকজন সদস্যও রয়েছেন। দেবপ্রসাদ, দেবনাবম, ওয়াহিদা মল্লিক, মোহাম্মদ আলী হায়দার প্রমুখ।

এই জুরিবোর্ডের সদস্যরা মূল্যায়নের দায়িত্বে থাকবেন। প্রতিবছর ইশরাত নিশাতের প্রয়াণ আগের বছরের নাটকগুলোকে পুরষ্কার দেওয়া হবে।


Related posts

সঙ্গীত জগত থেকে অবসর নিচ্ছেন সেলেনা গোমেজ ?

নিজস্ব প্রতিবেদক

মুক্তির অপেক্ষায় ‘স্ফুলিঙ্গ’

নিজস্ব প্রতিবেদক

‘সাইনা’ মানে অন্যরকম কিছু!

নিজস্ব প্রতিবেদক