বাংলাদেশের জাতীয় ইতিহাসে যতগুলো কলঙ্কজনক অধ্যায় রয়েছে তার মধ্যে অন্যতম বিডিয়ার বিদ্রোহ। ২০০৯সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় মর্মান্তিক বিডিআর বিদ্রোহ সংঘটিত হয়। এ ঘটনার ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হয়েছিল। ২০০৮ সালের ২ মার্চ অপরাধীদের ধরার জন্য অপারেশন ‘রেবেল হান্ট’ অভিযান শুরু হয়।
একই বছরের ১৫নভেম্বর বিডিআর বিদ্রোহের বিচারের লক্ষে বিশেষ আদালত গঠিত হয়। ২০১৩ সালের ৫ নভেম্বর এই হত্যাকাণ্ডের রায় ঘোষিত হয়। এ রায়ে ৫২ জনকে ফাঁসির আদেশ, ১৫৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৬৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।এ ঘটনায় পুরো জাতি স্তব্ধ হয়ে গিয়েছিল।