গত 8 ই মার্চ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রুপালি চত্বরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা খিজির হায়াত খান এর উপর হত্যা চালান আব্দুল কাদের মির্জার নেতৃত্বে তার সমর্থকরা।
তার কারণে খিজির হায়াত খানের স্ত্রী কাদের মির্জা ও তার দলের বিরুদ্ধে আদালতে মামলা করতে যান।
আদালত মামলাটি ফেরত দিয়ে দ্রুত বিচার করার আদেশ দেয় স্থানীয় পুলিশের কাছে।
কাদের মির্জার এই হত্যা করার চেষ্টার কর্মকাণ্ডে আহত হয় দুইজন।
এই মামলায় কাদের মির্জার উপরোক্ত নেতা তাকে সাহায্য করছে বলে জানা যায়। এমন পরিস্থিতিযাতে পুনরায় না আসে তা নিয়ে সতর্ক করে দেওয়া হয় কাদের মির্জাকে।