deshbangla71news.com
তথ্যপ্রযুক্তি

বাজারে সবচেয়ে বড় নাম্বারের সেন্সর আনলো ‘সনি’


গেলো বৃহস্পতিবার একটি গ্লোবাল শাটার অনুষ্ঠানে লঞ্চ করা হলো সনি IMX 661 মডেলের 127.68 মেগাপিক্সেলের CMOS ইমেইজ সেন্সর।
নির্মাতারা জানান, এটিই হলো বর্তমান বিশ্বের যেকোনো প্রতিষ্ঠানের নির্মিত সর্বোচ্চ কার্যকর পিক্সেল। সনি জানায়, IMX661 হচ্ছে সাধারণ ১.১ সাইজের ইমেজ সেন্সর চেয়ে প্রায় ১০গুণ বড় অপটিকাল আকার সরবরাহ করতে সক্ষম। সনি আরও জানায়, এই সেন্সরটি ছবির কোনো বিকৃতি না ঘটিয়েই প্রশস্ত এলাকার ছবি তুলতে সক্ষম।

IMX661 সনির এই নতুন সেন্সরটি মূলত শিল্প সরঞ্জামের অংশ হিসেবে নির্মিত। তবে আশা করাই যায়, খুব শীঘ্রই সনি’র এই প্রযুক্তি আসতে চলেছে গ্রাহক পণ্যেও।


Related posts

লিঙ্কডইন থেকে ৫০০মিলিয়ন অ্যাকাউন্ট এর তথ্য ফাঁস

নিজস্ব প্রতিবেদক

নিত্যদিনের সঙ্গী যখন ‘ক্যামেরা’

Kazi MD Sazzad Hasan

Xiaomi আনছে নতুন স্মার্ট গ্লাস

নিজস্ব প্রতিবেদক