deshbangla71news.com
খেলাধুলা

মেসির জাদুতে ৪-১ গোলে বিশাল জয় বার্সার


গত রাত ২ টায় বার্সার মুখোমুখি হয় হুস্কার। ম্যাচের ১২ মিনিটের মাথায় গোলের দেখা পেল আর্জেনটাইন স্টার মেসি!
৩৪ মিনিটে বার্সার হয়ে গোল করে গ্রিয়েজম্যান। ৪৫ মিনিটে হুস্কার হয়ে গোল করে রাফা। অর্ধটাইমে ১ গোলে এগিয়ে ছিল বার্সা।
হাফ টাইম শেষে খেলতে নেমে ৫২ মিনিটে আবার গোল করে মেনেগুয়েযা। লাস্ট মিনিটে আবার ও গোল করে মেসি। অবশেষে ৪-১ তে জয় পেল বার্সা।
রেটিং পয়েন্ট ১০ নিয়ে ম্যাচ সেরা হলো বিশ্বের অন্যতম স্টার মেসি।


Related posts

অলিম্পিক গেমস নিয়ে শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

ম্যানচেস্টারে ফেরা হচ্ছে না ইব্রার

নিজস্ব প্রতিবেদক

কোয়ারেন্টিনের পর তাসকিনদের ফিটনেস যুদ্ধ শুরু

নিজস্ব প্রতিবেদক