মায়াবী পৃথিবী তার আপন আলোয় যুগ যুগ ধরে ছড়াচ্ছে জ্যোতি। সবুজে নির্জন হাতছানি দেয়া পাহাড়ি ঝর্না দেখতে আসছে বহু পর্যটন।
তাদের পদচারণায় মুখর হয়ে মৌলভীবাজারে হয়েছে সব কটি পর্যটন স্পট। সাপ্তাহিক ছুটির দিনে সাতগাঁও,চার কন্যা, কমলগঞ্জের লাউয়াছড়া, হাওড়ার ইত্যাদি পরিণত হয় পর্যটন ঈদের বিশেষ কেন্দ্র।
এসব জায়গার প্রাকৃতিক সৌন্দর্য এর কারণে অভিভূত পর্যটক রা। তার কারণে বসবাসের স্থান গুলোতে বুকিং দিয়েও কক্ষ পাচ্ছে না অনেকেই। তার কারণে আনন্দের পাশাপাশি ক্ষোভ ও প্রকাশিত হয়।
previous post