deshbangla71news.com
খেলাধুলা

শিশিরের কোল জুড়ে এল পুত্রসন্তান


তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রের সময় গতকাল সকালে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের কোলজুড়ে আসে তাঁদের তৃতীয় সন্তান।

সাকিবের প্রথম দুই সন্তান মেয়ে হলেও এবার তিনি হয়েছেন পুত্রসন্তানের বাবা। নবজাতক এবং সাকিবের স্ত্রী দুজনই সুস্থ আছেন।
সাকিব বর্তমানে পরিবারের সঙ্গেই আছেন, যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি।
সাকিব আল হাসানের মা ও বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন।

ইতোমধ্যে বিভিন্ন সেক্টরের তারকারা ও তার ভক্তরা অভিনন্দন জানিয়েছে, সাকিব-শিশির দম্পতিকে।


Related posts

সিরিজে ফিরল অস্ট্রেলিয়া

Kazi MD Sazzad Hasan

শাই হোপের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের জয়

নিজস্ব প্রতিবেদক

বৃষ্টির পর মিরপুরে মেহেদী–ঝড়

deshbangla71news.com