deshbangla71news.com
  • Home
  • খেলাধুলা
  • শেষরক্ষা করতে পারলেন না আমাদের দেশের গতি দানব সুজন ভাই
খেলাধুলা

শেষরক্ষা করতে পারলেন না আমাদের দেশের গতি দানব সুজন ভাই


শেষ ওভাবে সাউথ আফ্রিকা লিজেন্ডসদের ৫ রান দরকার ছিল।
শেষ ওভারে সুজন ভাইকে দেখে আশা পেয়েছিল দর্শকরা প্রথম জয় দেখার।
কিন্তু তার সেই ওভারের দ্বিতীয় বলেই চার মেরে জিতে যায় সাউথ আফ্রিকা।

একমাত্র দেশ হিসাবে বিনা জয় নিয়ে রোড সেইফটি ওয়ার্ল্ড সিরিজ ২০২১ মৌসুম শেষ করলো বাংলাদেশ লিজেন্ডস।
অন্যদিকে এই ম্যাচ জেতার মাধ্যমে সেমিফাইনাল নিশ্চিত করল সাউথ আফ্রিকা লিজেন্ডস।

স্কোরঃ
বাংলাদেশ লিজেন্ডস ১৬০/৯ (২০ ওভার)
আফতাব-৩৯(২৪)

সাউথ আফ্রিকা লিজেন্ডস ১৬১/০ (১৯.২ ওভার)
পুটিক-৮২*(৫৪)


Related posts

মুশফিকের কিছু স্পেশাল মুহূর্ত

নিজস্ব প্রতিবেদক

আইরিশ উলভসের সফর শেষেই শুরু জাতীয় লিগ!

নিজস্ব প্রতিবেদক

এ বছর আর হচ্ছে না ঢাকা প্রিমিয়ার লিগ

deshbangla71news.com