deshbangla71news.com
  • Home
  • বিনোদন
  • সজল-সারিকার নতুন নাটক আসছে ‘কাগজের মানুষ’
বিনোদন

সজল-সারিকার নতুন নাটক আসছে ‘কাগজের মানুষ’


সজল ও সারিকা বাংলা নাটকের প্রিয় দুই মুখ । এবার একসঙ্গে একটি নাটকে অভিনয় করছে তারা। নাটকের নাম ‘কাগজের মানুষ’।

নাটকটি রচনা ও পরিচলনা করেন মো:রবিউল সিকদার।

রাজধানীর উওরার বিভিন্ন লোকেশনে এ নাটকের কাজ শেষ হয় গেল সাপ্তাহ।সজল এ নাটকে একজন পেপার বিক্রতার চরিত্রে দেখা যাবে।

‘কাগজের মানুষ’ প্রসঙ্গে সজল বলেন,যেহেতু একজন পেপার বিক্রতার চরিত্রে অভিনয় করছে হয়েছে তাই খুব ভোরবেলায়
উওরায় গিয়ে শুটিং করতে হয়েছে।আরো বলেন,আমার বিশ্বাস ‘কাগজের মানুষ’ নাটকটির জন্যও ভালো সাড়া পাব।কারণ অনেক যত্ন নিয়ে নাটকটি নির্মাণ করেছেন।এ কথা বলেন সজল।

নির্মাতা জানান “নাটকটি আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে ও একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে”


Related posts

সৃজিতের স্ত্রী এবার নিরবের সাথে!

নিজস্ব প্রতিবেদক

পরীক্ষামূলক সম্প্রচার

deshbangla71news.com

মান্নার মৃত্যু্বার্ষিকীতে ইমরানের গান

নিজস্ব প্রতিবেদক