গেলো কয়েকমাস আগে চীনা সামরিক সংগঠনের সাথে জড়িত রয়েছে শাওমি, এমন অভিযোগ তুলে আমেরিকায় ব্যবসায়িক নিষেধাজ্ঞা জারি করে আমেরিকান সরকার। নিষেধাজ্ঞা মতাবেক আমেরিকান কোনো প্রতিষ্ঠানই ব্যবসা করতে পারবে না শাওমি’র সাথে।
শাওমি’র শেয়ার ক্রয় করা থেকে শুরু করে যেকোনো সরঞ্জাম সরবরাহ করতে পারবে না আমেরিকান কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠান।
পরবর্তীতে আমেরিকান এই অভিযোগ ও আইনি নিষেধাজ্ঞার বিরুদ্ধে শাওমি বিপরীত মামলা করে বসে এবং মামলায় পরাজয় ঘটে আমেরিকান নিষেধাজ্ঞার।
চাইনিজ কোনো সামরিক সংগঠনের সাথে শাওমি’র কোনো সম্পর্ক নেই-প্রমান করেছে শাওমি। তাই বর্তমানে স্থগিত করা হয়েছে আমেরিকান নিষেধাজ্ঞা। অর্থাৎ, আপাতত আমেরিকান যেকোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠান চাইলে শাওমি’র সাথে ব্যবসা করতে পারেন।
বলা হচ্ছে, আমেরিকার মাটিতে আমেরিকার বিপক্ষে এ যেনো প্রথম কোনো চীনা কম্পানির বিজয়।