deshbangla71news.com
তথ্যপ্রযুক্তি

Xiaomi আনছে নতুন স্মার্ট গ্লাস


চাইনিজ Tech Giant Xiaomi নতুন Smart চশমা আনতে যাচ্ছে। যেটিতে গান শুনা যাবে এবং ফোন এর নোটিফিকেশন দেখা যাবে!
পাশাপাশি আরো অনেক ফিচার আছে এটিতে!

১. ফোনের নোটিফিকেশন দেখা যাবে এই চশমায়।

২. হেডফোন ছাড়াই শোনা যাবে গান।

৩. ফোনে যেমন ফটো ও ভিডিও আলাদা করে রাখা ও দেখা যায়, এই চশমাতেও তেমনই অপশন থাকবে।

৪. থাকবে নেভিগেশন। ( MAP )

৫. এছাড়াও এই চশমার মাধ্যমে মানসিকভাবে অসুস্থ ও ডিপ্রেশনে ভোগা ব্যক্তিদের চিকিৎসা সম্ভব হতে পারে। Ai Technology এর মাধ্যমে।


Related posts

স্টুডেন্ট লাইফে টাকা আয় এর সঠিক উপায় ইচ্ছাশক্তি

নিজস্ব প্রতিবেদক

নতুন গুগল নেস্ট হাবটি নিয়ে আসছে ‘স্লিপ সেন্সিং’ প্রযুক্তি

নিজস্ব প্রতিবেদক

যাত্রা শুরু হলো দেশের প্রথম বাংলা ব্রাউজার ‘দুরন্ত’

Kazi MD Sazzad Hasan