deshbangla71news.com
তথ্যপ্রযুক্তি

ইন্টেল রকেট লেক


অজস্র সংবাদ এবং প্রাথমিক পর্যালোচনায়, ইন্টেল আজ আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে তাদের ১১তম জেনারেশন এর ‘রকেট লেক’ ডেস্কটপ প্রসেসর।

‘রকেট লেক’ পরিবারের ১১তম জেনারেশন ইন্টেলের সর্বন্নোত ১৪ ন্যানোমিটারের নোড প্রযুক্তিতে নির্মিত এবং এতে থাকছে ৮ টি কোর।
এর বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে – নতুন মাইক্রোর্কিটেকচার, সাইপ্রাস কোভ এবং এক্স-এলপি গ্রাফিক্স ডিজাইন। এছাড়াও ডেস্কটপের জন্য ইন্টেল প্রথমবার অফার করছে PLCe 4.0 -এর সুবিধা।
পাশাপাশি ডেস্কটপের জন্য নতুন AVX-512, আরও ভাল মেমরি সাপোর্ট সহ নতুন ওভারক্লকিং এর সুবিধা।
তবে রকেট লেক-এর ১১তম জেনারেশন ব্যবহার করা হবে মূলত ২১ সালের প্রিমিয়াম ডেস্কটপ গুলোতেই।


Related posts

যাত্রা শুরু হলো দেশের প্রথম বাংলা ব্রাউজার ‘দুরন্ত’

Kazi MD Sazzad Hasan

নোকিয়া এক্স সিরিজ

নিজস্ব প্রতিবেদক

নাসা নাম রেখেছে “অক্টাভিয়া ই-বাটলার ল্যান্ডিং”

নিজস্ব প্রতিবেদক