বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন
বাঙ্গালী জাতির অর্থনৈতিক মুক্তির প্রহর শেষ হতে চলেছে।
শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর স্বপ্নের পথে দেশ এগিয়ে যাচ্ছে বলেও জানান শেখ হাসিনা। তবে এমন সময় সকলকে দেশ বিরোধী অপশক্তির অপচেষ্টার বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সভাপতির বক্তব্যে শেখ হাসিনা দেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের মাথাপিছু আয় সম্মানজনক দুই হাজার মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। দারিদ্র্যের হার ২০.৫ শতাংশে হ্রাস পেয়েছে। আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশ প্রভূত উন্নয়ন সাধন করেছে। বাংলাদেশ করোনাভাইরাস মহামারিও সফলভাবে মোকাবিলা করতে পেরেছে।