deshbangla71news.com
আন্তর্জাতিক

বঙ্গবন্ধুর শতবার্ষিকীর আয়োজন ফ্রান্সে


 

নানান আয়োজনে ফ্রান্সে উদযাপিত হছছে জাতির পিতার জন্মবার্ষিকী।ফ্রান্স সহ নানা দেশে উদযাপন হছছে এই শতবার্ষিকী।সেখানকার স্থানীয় আওয়ামীলীগ এর লোকজন এই আয়োজন করছেন।সকালে পুস্পস্তক বিতরণ এর মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয়।তার পাশাপাশি কোরআনের তিলওয়াতও করা হয়।সেসব অনুষ্ঠান এ শিশুকিশোরদের উপস্থিতি বেশি লক্ষ করা যায়।সম্পূর্ণ বছর ধরে এই দিনটিকে ঘিরে তাদের আয়োজনের প্রস্তুতি ছিল।এমনকি সেখানে এই বিষয়ে একটি ক্রিকেট টুর্নামেনট করা হয়েছে। এইসকল বিষয় দিয়ে কেটে গেছে বঙ্গবন্ধুর শতবার্ষিকী।


Related posts

মধ্যরাতে হঠাৎ লকডাউনে প্যারিস!

নিজস্ব প্রতিবেদক

মুজিব নামের আলোক শিখা

নিজস্ব প্রতিবেদক

শুভ জন্মদিন বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক