বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের পক্ষ থেকে কেক কাটা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা তোসাদ্দেক নূর চৌধুরী তপু।
তোসাদ্দেক নূর চৌধুরী তপু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে বাংলাদেশ। তিনিই দিকহারা বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য দিকনির্দেশনা দিয়েছিলেন। আজ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আমাদের বঙ্গবন্ধুর চেতনাকে ধারন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি আরো বলেন, হাজার বছরের স্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু আজীবন এদেশের জন্য, এদেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন। ৭ মার্চ ঐতিহাসিক ভাষনের মাধ্যমে বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিলেন। সেই কারনেই বাঙালি জাতি পরবর্তী স্বাধীনতা পেয়েছিলেন। আজ আমরা সুভাগ্যবান বাঙালি জাতির সেই স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করতে পারছি।
আরও উপস্থিত ছিলেন সোহেল বড়ুয়া,মুনতাসির বিল্লাহ,ফয়জুল আমিন চৌধুরী,সৈয়দ মোঃ পিয়াল,ইনজামুল হক,আবরার রাফি,ইমরান হোসেন ইমন,সবুজ শেখ,ইনজামুল ইসলাম সাকিব,রনি মহাজন,মোঃ সজল,তামিম ইসলাম,আল -আমিন শেখ,নাজমুস ফায়াজ,মোঃ মাসুম,সুমন শেখ প্রমূখ।