গত পাঁচ মাস ধরে আসামি হয়ে পালিয়ে বেরাছছেন কিশোরগঞ্জের পিরিচপুর ইউনিয়ন এর গজারিয়া গ্রামের একটি লোক।ছোট বেলা থেকেই পড়ালেখার সাথে তেমন সংযোগ নেই তার।তিনি মেসেঞ্জার চালাতে পারেন না।কিংবা ফেসবুকও।তবুও আজ তিনি ডিজিটাল মামলার আসামী । জমি জমাট,পরিবার সব কিছু রেখে তিনি এখন পালিয়ে বেরাছছেন।জমি জমাট দখল নিয়ে তার উপর মিথ্যা মামলা করেন বলে তিনি মন্তব্য করেন।অথচ মামলার আসল আসামী প্রকাশ্যে ঘুরে বেরাছছে বলেন তিনি।এই বিষয় নিয়ে তদন্ত্য চলে যাচ্ছে।
previous post