মুস্তাফিজ বিশ্বের অন্যতম সেরা বোলার যাকে কাটার মাস্টার বলা হয়। শুরুর দিকে খুব ভালো বোলিং করলেও আইপিএল খেলে হাত নষ্ট হয় ফিজের। সেখান থেকে আবার উঠে আসে বাংলাদেশের গর্ব মুস্তফিজুর রহমান। অনেক কম ম্যাচ খেলে সর্বোচ্চ উইকেট শিকারে ২য় স্থানে আছে মুস্তাফিজুর। এরাই বর্তমান বিশ্বের সেরা ৫ জন বোলিং। আর এদের মধ্যে মুস্তাফিজুর রহমান সবচেয়ে সেরা।
১. জাসপ্রীত বুমরা (৬৭ ম্যাচে ১০৮ উইকেট)
২. ম্যাট হেনরী (৫২ ম্যাচে ৯২ উইকেট)
৩. মোস্তাফিজুর রহমান (৬১ ম্যাচে ১১৫ উইকেট)
৪. কাগিসো রাবাদা (৭৫ ম্যাচে ১১৭ উইকেট)
৫. প্যাট কামিন্স (৬৯ ম্যাচে ১১১ উইকেট)
সর্বোচ্চা উইকেট পেয়েছেন রাবাদা ৭৫ ম্যাচ খেলে আর ১৪ ম্যাচ কম খেলে ২ উইকেটে পিছিয়ে আছেন মুস্তাফিজুর রহমান।