deshbangla71news.com
  • Home
  • খেলাধুলা
  • খেলার শুরুতে খেলোয়াড়দের সাথে শিশু মাঠে প্রবেশ করে কেন?
খেলাধুলা

খেলার শুরুতে খেলোয়াড়দের সাথে শিশু মাঠে প্রবেশ করে কেন?


মুহিত,সন্দ্বীপ,চট্টগ্রামঃ
ছোটবেলায় যখন ক্রিকেট, ফুটবল বিশ্বকাপ দেখতে বসতাম আর অবাক হয়ে ভাবতাম এই বাচ্চাগুলো খেলোয়াড়দের সাথে কেন? প্রথম শৈশবে যখন এই জটিল প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল, তখন মনে মনে এই সমাধান বের করসি যে এই বাচ্চাগুলো খেলোয়াড়দের সন্তান তাই সাথে নিয়ে যায়। এরপর একদিন দেখি অবিবাহিত খেলোয়াড়ও তো খেলে, তার মানে এই ব্যাখ্যা ঠিক না।

১৯৯৪ কিংবা ১৯৯৮ বিশ্বকাপেও এই দৃশ্য দেখা যায় নি। সর্বপ্রথম ১৯৯৯ এফ এ কাপের ফাইনালে দেখা যায় খেলোয়াড়দের সাথে এই কোমলমতি অসীম সম্ভাবনার প্রতীক শিশুদের। এদেরকে বলা হয় মাস্কট বা প্লেয়ার ইস্কট বলে।

শিশুদের অধিকার সংরক্ষণ করার জন্য ইউনিসেফ নামের একটি সংস্থা শিশুর জন্য হ্যাঁ বলুন একটি প্রোগ্রাম চালু করে। এর অংশ হিসেবেই FIFA & ICC এর কার্যক্রম এ সংহতি প্রকাশ করে এরকম মাস্কট অথবা প্লেয়ার অফ ইস্কট প্রথা চালু করে।


Related posts

.

deshbangla71news.com

লাথামের শতকে ১ ম্যাচ হাতে রেখেই কিউইদের সিরিজ জয়

নিজস্ব প্রতিবেদক

লর্ডসে ফাইনালে চোখ ভারতের

নিজস্ব প্রতিবেদক