deshbangla71news.com
অর্থনীতি

চীনা মুদ্রা চালু করার দাবি ব্যবসায়ীদের


সারা বিশ্বে সবচেয়ে দ্রুত বড় হওয়া বাজার গুলোর মধ্যে প্রশ্ন ছাড়াই শীর্ষে মুঠোফোন। প্রযুক্তি ছাড়া বর্তমানের দিন গুলো প্রায় অচল বললেই চলে।
আর প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বড় সংযোগ চীনের সাথে। চীনের থেকেই বাংলাদেশের প্রযুক্তিগত প্রায় সকল পণ্য আমদানি করা হয়। তবে এই পণ্য আমদানির টাকা তারা দেয় ডলারের মাধ্যমে।
ডলারের টাকা উঠা নামা করার কারণে ব্যবসায়ীদের বেশিরভাগ সময় পড়তে হয় ক্ষতির সম্মুখীন এ। তাই ব্যবসায়ীরা চীনা মুদ্রা চালু করার আবদার করেছে বাংলাদেশে।
ব্যবসায়ীরা বলেন চায়না থেকে প্রায় সকল যন্ত্রপাতি তারা আমদানি করে থাকেন। গড় হিসেব করে দেখা যায় এই ডলারের টাকা উঠা নামা করার কারণে বছরে প্রায় কয়েক হাজার কোটি টাকার ক্ষতি হয় বাংলাদেশের অর্থনীতিতে।
আন্তর্জাতিকভাবে পঞ্চম স্বীকৃতি পাওয়া মুদ্রা হলো চীনা মুদ্রা। তবে কেন এই চীনা মুদ্রা বাংলাদেশে কার্যকর হচ্ছে না তা নিয়েই প্রশ্ন।


Related posts

নতুন করে পৌনে দুই লাখ টন চাল আমদানির অনুমতি

নিজস্ব প্রতিবেদক

সার রপ্তানিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংকের কুমিল্লা জোনের উদ্যোগে ওয়েবিনার অনুষ্ঠিত

deshbangla71news.com