deshbangla71news.com
  • Home
  • ফ্যাশন
  • নিউইয়র্ক থেকে বাঙালি সাজে নিজ মাতৃভূমিতে এক যুবক
ফ্যাশন

নিউইয়র্ক থেকে বাঙালি সাজে নিজ মাতৃভূমিতে এক যুবক


গত কয়েকদিন আগে সম্পূর্ণ বাঙালি সাজে তিনি নিজ দেশে পা রাখেন। পরনে ছিল লুঙ্গি, গায়ে ছিল গেঞ্জি ও গলায় ছিল গামছা। অন্য দেশের মানুষ দেখে অবাক হলেও তিনি এটাতো মোটেও অপমান বোধ করেননি।
ছবিটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকটাই ভাইরাল। আসলে মানুষ তার নিজ দেশকে কখনো মন থেকে মুছে দিতে পারে না।ভুলে থাকার অভিনয় করে মাত্র।
দেশবাংলা ৭১ নিউজ থেকে তার সাথে যোগাযোগ করার জন্য চেষ্টা করা হলে, তার ফোন বন্ধ পাওয়া যায়।


Related posts

.

deshbangla71news.com

পরীক্ষামূলক সম্প্রচার

deshbangla71news.com