deshbangla71news.com
  • Home
  • আরো
  • মেয়ের মৃত্যুতে থামছেনা বাবার আর্তনাদ
আরো

মেয়ের মৃত্যুতে থামছেনা বাবার আর্তনাদ


ঢাকা মেডিকেলের বর্গে সন্তানহারা বাবার আর্তনাদ, আদরের মেয়ে আর বাড়ি ফিরবে না। বাসার ছাদে উঠেছিল মৌমিতা নামের মেয়েটি।
সেখান থেকেই আর ঘরে ফিরে আসলো না সে। সন্ধ্যায় মৌমিতার মরদেহ পাওয়া যায় ভবনের পেছনে। ভবনের নিরাপত্তাকর্মী ভবনের সেই মেয়েটির পড়ে যাওয়ার চিত্র দেখেন।
সে মনে করেন বিল্ডিং এর ছাদ থেকে একটি চাদর পড়ে যাচ্ছে। তবে তিনি মাগরিবের নামাজ পড়ে এসে জানতে পারেন একটি মেয়ে ছাদ থেকে পড়ে মারা গেছে।

তবে তদন্তে জানা যায় ও বিশেষজ্ঞরা বলেন মেয়েটির আগেই মৃত্যু হয়েছে। অর্থাৎ তাকে ছাদেই মেরে ফেলা হয়েছিল। ভবন মালিকের ছেলে বিকেলবেলা ছাদে ক্রিকেট খেলত। তার পাশাপাশি মেয়েদের প্রতি ও তার আকর্ষণ ছিল বলে জানা যায়।
তাই মালিকের ছেলে ফাইজার উপর মৌমিতার বাবা অভিযোগ করে। সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন মৌমিতার বাবা ও তার পরিবার।


Related posts

সেলস এক্সিকিউটিভ পদে ডায়মন্ড ওয়ার্ল্ডে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক

পরীক্ষামূলক সম্প্রচার

deshbangla71news.com

ডেন্টিস্ট এর অভাবে বাংলাদেশের মানুষ দাঁতের সমস্যায় ভোগেন

নিজস্ব প্রতিবেদক