সাকিফুল ইসলাম,চট্টগ্রামঃ
করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬৪২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৮৯৯ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৬৬ হাজার ৮৩৮ জন।
করোনাভাইরাস নিয়ে শুক্রবার (১৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬১৮ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৯ হাজার ১৪১ জন।
বন্দরনগরী চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ২ হাজার ৪৩৯ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত হয়েছেন ২১২ জন; নতুন শনাক্তদের মধ্যে ১৮৩ জন নগরের ও ২৯ জন উপজেলার বাসিন্দা। আজ শুক্রবার (১৯ মার্চ) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ৩৭ হাজার ২৪০ জনের মধ্যে ২৯
হাজার ৪৪১ জন নগরের ও ৭ হাজার ৭৯৯ জন উপজেলা পর্যায়ের বাসিন্দা।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে সুস্থ হয়েছেন ৫৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৩২৫ জন।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি।এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৮৩ জন; এর মধ্যে ২৮১ জন নগরের ও ১০২ জন উপজেলার বাসিন্দা।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী,শুক্রবার (১৮ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ কোটি ২৩ লাখ ৫৯ হাজার ৪৮৯ জন এবং মৃত্যু হয়েছে ২৭ লাখ ২ হাজার ৪৭৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৬৪০ জন।