মুহাম্মদ আবু আদিল,বরিশালঃ
নগরীর দেওয়ানহাট মোড়ে প্রতি সোমবার ও বৃহস্পতিবার বসে জমজমাট কবুতরের হাট। এইদিন হাজারো ক্রেতা-বিক্রেতা আসে তাদের কবুতর ক্রয় বিক্রয়ের জন্য।
সপ্তাহের প্রতিটা দিন দেওয়ানহাট মোড়ে ব্যস্ততা দেখা গেলেও প্রতি সোমবার ও বৃহস্পতিবার একটু বেশিই থাকে ব্যস্ততা। এছাড়া সপ্তাহের বিচ্ছিন্ন দিনগুলোতে মার্কেটের প্রথম তলায় অনেকগুলো কবুতরের দোকান খোলা থাকে।
দেশবাংলা ৭১ নিউজ গত বৃহস্পতিবার কবুতর বাজারটু পর্যবেক্ষণ করে। একজন ক্রেতা জানায়,সে এখানে প্রায়ই কবুতর কিনতে আসে।এখানে কবুতরের দাম ক্রেতার ক্রয়ক্ষমতার মধ্যে।
এখানে বিভিন্ন ধরনের, বিভিন্ন জাতের, বিভিন্ন দামের কবুতর রয়েছে।কবুতরের বিষয়ে একটি অবাক করা তথ্য হলো কবুতর তার সদ্য জন্মানো বাচ্চাকে তার দুধ খাওয়ায়।