deshbangla71news.com
বিনোদন

চলচ্চিত্রে গতি ফিরেছে!


কাইফ উদ্দিন,সন্দ্বীপ,চট্টগ্রামঃ
বাংলাদেশের চলচ্চিত্রে নানান কারণে ভালো ছবি পাওয়া যায় না। করোণা শুরুর আগে নির্মাতাদের মধ্যে ছিলো একধরনের প্রতিযোগিতা। করোণার প্রকোপ বাড়তে থাকায় সরকার লকডাউন দিয়ে দেয়। এর প্রভাব পড়তে থাকে চলচ্চিত্রের আঙিনায়। সবরকম সিনেমার শুটিং বন্ধ হয়ে যায়। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোও মুক্তি দেওয়া বন্ধ হয়ে যায়।
লকডাউন শিথিল হলে কিছু কিছু চলচ্চিত্রে ফের শুটিং আরম্ভ হয়। কয়েকটা সিনেমা মুক্তি দেওয়া হলেও দর্শকদের হলমুখী করা সম্ভব হয়নি।
কতোগুলো ভালো মানের ছবি নির্মাতারা রেখে দিয়েছে মুক্তি দেবার জন্যে। ধারণা করা হয়, এসব মুক্তি পেলে দর্শক হলে ফিরবে। যদিও, কিছু সিনেমা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিবে


Related posts

তামিমার দিকে কেউ আঙুল তুলবেন না। (নাসির হোসেন)

নিজস্ব প্রতিবেদক

শ্রীলঙ্কা দলের নতুন দায়িত্বে টম মুডি

নিজস্ব প্রতিবেদক

মুক্তি পাবে দিঘির প্রথম সিনেমা

নিজস্ব প্রতিবেদক