ওমর ফারুক মিহান,চট্টগ্রামঃ আমূল পাল্টে গেছে চট্টগ্রামের লাল দিঘি মাঠ।সেই পুরনো চিত্র আর নেই।সেজেছে নতুন রুপে। মুক্তিযোদ্ধের আগের ও পরের সব আন্দোলন স্মৃতি বিজরিত এই মাঠ পেয়েছে নতুন রুপ।
লালদীঘি মাঠের চারপাশে এখন শোভা পাচ্ছে নান্দনিক সব শিল্পকর্ম।
মাঠের ১ হাজার ২৫০ বর্গফুট দেওয়ালের দুই পাশে লেখা বাঙালির মুক্তির সনদ ছয় দফা। মাঝখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ছয় দফা দাবিতে আন্দোলনরত আপামর বাঙালির ঐতিহাসিক ৬টি ছবি।
উত্তরপাশে তৈরি করা হয়েছে ৫০ ফুট দৈর্ঘ্য এবং ২৫ ফুট প্রস্থের মুক্তমঞ্চ, ৩৪৮ মিটার দৈর্ঘ্যরে ওয়াকওয়ে। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ইতিহাস তুলে ধরা হয়েছে ১৮টি টেরাকোটার মুরালের মাধ্যমে। এসব শিল্পকর্মের মাধ্যমে ফুটে উঠেছে বাঙালির শতবছরের সংগ্রামের ইতিহাস, বিজয়ের কাহিনি। বালুময় ধূসর মাঠটি এখন ঢেকে আছে সবুজ ঘাসে।
নান্দনিক রুপ পেয়েছে স্থানটি।