deshbangla71news.com
  • Home
  • বিনোদন
  • প্রথমবারের মতো বড় পর্দায় কাজ করছেন লুবাবা
বিনোদন

প্রথমবারের মতো বড় পর্দায় কাজ করছেন লুবাবা


ফাহিমা আক্তার,কুমিল্লাঃ এই ছোট্ট বয়সে অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপনে কাজ করছেন সিমরিন লুবাবা।অনন্য প্রতিভার অধিকারী লুবাবা।তিনি প্রখ্যাত
মঞ্চ-টেলিভিশন অভিনেতা আবদুল কাদেরর নাতনি।
তাই দাদার অনুপ্রেরণায়ই তিনি অল্প বয়স থেকেই লাইট ক্যামেরা শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে।

লুবাবা দিল নতুন খবর।এবার বিজ্ঞাপনে নয়,এই স্টারকিড প্রথমবারের মতো অভিনয় করছে বড় পর্দায়।
সিনেমার নাম ‘নেএী:দ্য লিডার’
এই ছবির শুটিংয়ের জন্য সে হায়দরাবাদে।এই ছবিতে বাংলাদেশের অভিনয় শিল্পী,ভারতীয় সিনেমা ও তুরস্কের কিছু অভিনয় শিল্পী কাজ করছে।

স্টারকিড লুবাবা হায়দরাবাদ থেকে বলেন,আমি এখন হায়দরাবাদে। ১৬ তারিখ এখানে শুটিংয়ের জন্য এসেছি।বুধবার থেকে শুটিং করছি।বেশ কিছু দিন থাকব।
সে আরো বলে,তবে ছবিতে আমার চরিএ নিয়ে এখনই কিছু বলতে নিষেধ করেছে।পরে বিস্তারিত জানাতে পারব।

আমি প্রথমবারের মতো চলচ্চিত্রে অভিনয় করছি।আমার জন্য সবাই দোয়া করবেন।


Related posts

পরীক্ষামূলক সম্প্রচার

deshbangla71news.com

দর্শক নিয়ে কলকাতার প্রেক্ষাগৃহে ‘মোশারফ’!

নিজস্ব প্রতিবেদক

দিদির দলে ‘দিদি নম্বর ওয়ান’ খ্যাত রচনা ব্যানার্জি

নিজস্ব প্রতিবেদক