deshbangla71news.com
অর্থনীতি

বৃদ্ধি পেয়েছে ভোজ্য তেলের দাম!


ওমর ফারুক মিহান,চট্টগ্রামঃ কিছুদিন পর পর ভোজ্য তেলের দাম বৃদ্ধি যেন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে।এবার মিলগেট ডিলার এবং খুচরা পর্জায়ে একসাথে দাম বেড়েছে।খুচরা বিক্রেতা দের দাবী, গত তিন মাসে ডিলার পর্জায়ে ৮ দফা এমন ঘটনা ঘটেছে।রোজা শুরুর আগে এমন ভোগান্তিতে হতাশ হয় তারা।

বাংলাদেশে যে তেল ব্যবহার হয়, তার ৭০ শতাংশই পাম সুপার। আগে এর প্রতি লিটারের দাম ছিল মিলগেইটে ৯৫ টাকা, পরিবেশক পর্যায়ে ৯৮ টাকা এবং খুচরা বাজারে ১০৪ টাকা।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানান হয়, গত জুলাই মাস থেকে বিশ্ববাজারে অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত পাম তেলের দাম বাড়ছে।


Related posts

সিটি ব্যাংকে ১৫ হাজার টাকা বেতনের চাকরি

নিজস্ব প্রতিবেদক

বাড়ির ছাদে ২০০ টবে দেশি-বিদেশি ফুল-ফল-সবজি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ থেকে ভারতে নৌ রপ্তানি বাজার উদ্ভোধন

নিজস্ব প্রতিবেদক