সাকিফুল ইসলাম,চট্টগ্রামঃ ফ্রান্সে মহামারী করোনাভাইরাসের থার্ড ওয়েব আতঙ্কে নতুনভাবে লকডাউন দিলো প্যারিস। শুক্রবার মধ্য রাত থেকে কার্যকর হয় সিদ্ধান্তটি।
রাজধানী ছাড়াও দেশের আরো ১৫ টি বিভাগে জারি করা হয়েছে এই কড়াকড়ি। তবে প্রধানমন্ত্রী জো-এসেক্স আস্বস্ত করেছেন মাসোকব্যাপি লকডাউনে অতীতের মতো কঠোর থাকবে না।
ঘরের বাহিরে ছয় মাইল পর্যন্ত শরীর চর্চার জন্য যেতে পারবে নদীবাসীরা। তবে গুরুতর কারণ ছাড়া অন্যান্য শহরে ভ্রমন নিষিদ্ধ।
জনগুরুত্বপূর্ণ নয় এমন ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। কিন্তু খোলা থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।
২৪ ঘণ্টায় ইউরোপের দেশটিতে ৩৫ হাজার মানুষের শরীরে মিলেছে কোভিড ১৯। শুধু প্যারিসের হাসপাতালগুলোর আইসিইউতে রয়েছে ১২০০ করোনা রোগী। জারি থাকবে রাত্রিকালীন কারফিউ।