এ আর এম আবরার উল হক,চট্টগ্রামঃ
দেড় কোটি টাকার পন্য বিক্রি অথবা পাঁচ লাখ টাকা বিনিয়োগ করলে বানানো হবে কোম্পানির ডায়মন্ড এক্সিকিউটিভ।
এছাড়া কাজ না করলেও প্রতি মাসে বেতন তিন লাখ টাকা।এমন লোভনীয় সুযোগ নিতে গিয়েই ফাঁদে পরেন লাকি আক্তার।
তাছাড়া প্রতারণা করে তাকে সেই প্রতিষ্ঠান হতে যে গাড়ি দেওয়া হয়,তা ও নিয়ে ফেলেন তারা।অবৈধ এই এমএলএম কোম্পানির সাথে কারা কারা যুক্ত আছেন,সকলের বিরুদ্ধে তদন্ত করে শাস্তি দেওয়া হবে বলে জানান সি আই ডি অফিসার ।
এমন প্রতারণা যাতে আগামী তে না ঘটে তা নিয়ে সতর্ক থাকতে বলা হয়।
previous post