deshbangla71news.com
সারা দেশ

সরকারি সম্পদের নেই কোনো খেয়াল


এ আর এম আবরার উল হক,চট্টগ্রামঃ
বছরের পর বছর পড়ে থাকায় মাটির সাথে প্রায় মিশে যাওয়ার দশা রেলের মালবাহী বগি গুলোর। গাইবান্ধার ত্রিমোহিনী বালাসি রেলপথে মিলবে না পাথর।
এমনকি উধাও হয়েছে অসংখ্য সিলিপাত। কোথাও কোথাও বাদুড়ঝোলা হয়ে আছে রেলপথ। রেলের মালামাল নিয়ে গেলেও কোথায় যায় এই মাল জানেনা স্থানীয়রাও। তাহলে প্রশ্ন দাঁড়ায় কি মাল নিয়ে যাওয়া হচ্ছে এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছে।

এমনকি বছর বছর ধরে এসব জমিতে যে রেলপথ বানানো হয়েছে তার কোন ভাড়াও দেওয়া হচ্ছে না সাধারণ জনগণকে সরকারিভাবে।এভাবে রেলপথ ও বগিগুলো পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে যাওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছে দেশের অর্থ-সম্পদ।


Related posts

ভাড়া বাড়লো গণপরিবহনের

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক ইব্রাহিম রহমানের ইন্তেকালে লেবার পার্টির শোক প্রকাশ

deshbangla71news.com

হাজি সেলিমের দখলে থাকা জমি উদ্ধারে অভিযান, ভাঙা হলো স্থাপনা

deshbangla71news.com