deshbangla71news.com
বিনোদন

‘সাইনা’ মানে অন্যরকম কিছু!


কাইফ উদ্দিন,সন্দ্বীপ,চট্টগ্রামঃ বলিউডে একজন জনপ্রিয় বা পরিচিত অভিনেত্রী পরিনীতি চোপড়া। ভালো অভিনেয়র জন্য রীতিমত আলোচনায় দেখা যায় তাকে। তার ক্যারিয়ারের এই মুহূর্তে অন্যরকম এক চরিত্রে অভিনয় করেছেন তিনি।
সাইনা একজন ভারতীয় এবং একজন বিশ্বমানের টেনিস তারকা। বিশ্বতারকা হওয়ার পিছনে তার রয়েছে ঘাম ঝরানো পরিশ্রম। সেই চরিত্রের আলোকে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। পরিণীতি চোপড়া এই সাহসী চরিত্রে সাহসের সঙ্গে অভিনয় করেছেন। সবকিছু ঠিক-ঠাক থাকলে আগামী ২৬ মার্চ ‘অন্যরকম’ এই সিনেমাটি মুক্তি পাবে।


Related posts

ভালোবাসা দিবসে আসছে পরিমনি’র ‘তোমার নামে’

নিজস্ব প্রতিবেদক

দীঘির বিরুদ্ধে কোটি টাকার মামলা

নিজস্ব প্রতিবেদক

চাকরি নিলেন রাজ পরিবারের প্রিন্স হ্যারি

নিজস্ব প্রতিবেদক