deshbangla71news.com
তথ্যপ্রযুক্তি

240 GWh ক্ষমতা উৎপাদন করবে ভক্সওয়াগেন


মোঃ আরিফুল ইসলাম,দিনাজপুরঃ
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জার্মান গাড়ি প্রস্তুতকারক ‘ভক্সওয়াগেন’ ইউরোপ জুড়ে ছয়-ব্যাটারি-সেল তৈরি ও বিশ্বব্যাপী ইভি চার্জিং অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা করছে।

ভক্সওয়াগেন প্রাথমিকভাবে বিদ্যুতায়নের ব্যাপারে গুরুত্ব আরোপ না করলেও ২০১৫ সালে ‘ডিজেলগেট’ নির্গমন প্রতারক কেলেঙ্কারি এবং ইভি গুলোর জন্য চীনা কোটা চালু করায় বিষয়টি পুনরায় মূল্যায়ন করতে বাধ্য করেছে ভক্সওয়াগেনকে।

ভক্সওয়াগেনের ‘পাওয়ায় ডে’ (বিদ্যুৎ দিবস) অনুষ্ঠানে বক্তব্য রেখে সিইও বলেন, “আমাদের রূপান্তর হবে দ্রুত। ই-গতিশীলতা আমাদের জন্য মূল ব্যবসা হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে ইউরোপের ছয়টি কারখানা পরিচালিত হবে। যা ভক্সওয়াগেন একা বা অংশীদারদের দ্বারা নির্মিত হতে পারে। তাদের যৌথ বার্ষিক উৎপাদন ক্ষমতা থাকবে 240GWh।

এদিকে এক প্রতিবেদনে উঠে এসেছে, বৈদ্যুতিক গাড়ির (ইভি) প্রযুক্তিতে টেসলাকে বিশ্বনেতা হিসাবে এগিয়ে নেওয়ার প্রয়াসে ভক্সওয়াগেন দ্রুত ব্যাটারি উৎপাদন ও দ্রুত চার্জিং অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা করছে।


Related posts

চিপ প্রস্তুত করবে শাওমি, ওপ্পো

নিজস্ব প্রতিবেদক

Xiaomi আনছে নতুন স্মার্ট গ্লাস

নিজস্ব প্রতিবেদক

টুইটারে আসছে ‘সুপার ফলো’ ফিচার

নিজস্ব প্রতিবেদক