deshbangla71news.com
বিনোদন

‘কাটে না কাটে না’- নুসরাত ফারিয়া


কাইফ উদ্দিন,চট্টগ্রামঃ শিরোনামটা ছিল একটা গানের। নুসরাত ফারিয়া দিয়েছেন এই গানের ভোকাল। মোরশেদ অভিনয় করছেন যদি কিন্তু তবুও সিনেমায়। সেখানে কাটে না কাটে না এই গানের দেখা মিলবে। যদিও গানটির মডেলিংয়ে তাকেও দেখা যাবে।

এই গানটির সুর ও সংগীত করেছেন অম্লান চক্রবর্তী এবং সোমেশ্বর অলি লেখেন গানটি। যদি কিন্তু তবুও সিনেমার শুভ মুক্তি দেওয়ার আগে এই গানটি দেখা যাবে। অভিনয়ের পাশাপাশি নুসরাত একজন সঙ্গীত শিল্পী। কিন্তু নিজেকে একজন পেশাদার সংগীতশিল্পী ভাবেননা তিনি।


Related posts

মেহেজাবিনের প্রতিভা মিডিয়া প্রতিযোগিতায় তাকে সামনে এগিয়ে নিলো

নিজস্ব প্রতিবেদক

‘বঙ্গবন্ধু’ ছবিতে তিশা

নিজস্ব প্রতিবেদক

‘রুবাইয়াতের’ ভালোবাসায় ‘বাংলাদেশ বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদক