মুহাম্মদ আবু আদিল,বিশেষ প্রতিনিধিঃপ্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা ও বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। এরই মধ্যে চট্টগ্রামের প্রায় প্রতিদিন ২০জনেরও বেশি আক্রান্ত ও ৫ জনের বেশি মৃত্যুবরণ করছে।। তবুও চট্টগ্রাম নগরীতে মানুষের মধ্যে কোন সচেতনতা দেখা যাচ্ছে না। প্রতিদিনই চলছে সামাজিক অনুষ্ঠান। মাস্ক পড়ছে না বেশিরভাগ মানুষ। খোলামেলা জায়গায় চলছে বেচাকেনা। এছাড়া যেখানে-সেখানে ময়লার স্তুপ এবং সেখান থেকে তৈরি হচ্ছে মশা।
দেশ বাংলা ৭১ নিউজ মাস্কবিহীন এক পথচারীকে মাস্ক নেই কেন জিজ্ঞাসা করলে, প্রথমে কথা না বলতে চাইলেও পরবর্তীতে সে জানায় করোনা নাকি এসেছে দুর্নীতিবাজদের জন্য।
দেশ বাংলা ৭১ নিউজ চট্টগ্রাম মেডিকেল কলেজে গেলে সেখানকার এক ডাক্তারের সাথে আলাপচারিতায় সে বলে, দিন দিন বেড়ে যাচ্ছে করোনা রোগী।মধ্যে কিছুটা সময় এর সংখ্যা কমলেও,বর্তমানে এর সংখ্যা বেড়েই চলেছে।
তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ দেন।