deshbangla71news.com
Image default
বিনোদন

পোষা কুকুরকে সন্তান ভাবেন জয়া’র মা!


কাইফ উদ্দিন,চট্টগ্রামঃ ‌চলচ্চিত্র অঙ্গনে দারুন অভিনয় শিল্পী জয়া আহসান। অভিনয়ের কারণে রীতিমতো ব্যস্ত সময় কাটাতে হয় তাকে।
তবুও নিজের সামান্য অবসরে পোষা কুকুরকে নিয়ে সময় কাটান তিনি।নিজের পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করেন অবসরে। বাড়িতে থাকলে পোষা কুকুর ক্লিও জয়ার সাথে ঘুর ঘুর করে।
এজন্য জয়া আহসানের মা তাদের পোষা কুকুরকে সন্তানের মত মনে করেন।


Related posts

নায়ক-গায়ক ও প্রেমিক কিশোর কুমারের মৃত্যুবার্ষিকী আজ

deshbangla71news.com

সব ভুলে অবশেষে আপন ঠিকানায় ফিরছেন অ’পু বিশ্বা’স!

Kazi MD Sazzad Hasan

প্রতিযোগিতা কাজে দিবে

নিজস্ব প্রতিবেদক