ওমর ফারুক মিহান,চট্টগ্রামঃ শ্রীলঙ্কার সাথে পুনরায় মুক্ত বাণিজ্যের চুক্তির আলোচনা। ৪ বছর আগে চুক্তির আলোচনা হলেও নানা জটিলতায় আটকে ছিলো চুক্তিটি। এবার আবার নতুন রুপ লাভ করে চুক্তিটি।
এর আগে ২০১৭ সালে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সফরে এফটিএ চুক্তি সই করতে সম্মত হয়েছিল উভয় দেশ। কিন্তু শ্রীলঙ্কায় রাজনৈতিক পট পরিবর্তনের কারণে শেষ পর্যন্ত তা সই হয়নি।
সেই প্রসঙ্গ ধরে এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী মোমেন সংবাদ সম্মেলনে বলেন, “আমরা আমাদের থেকে মোটামুটি ক্লিয়ার করে দিয়েছি এবং ওখানে আটকে আছে। তারা একটু ধীরে যাচ্ছে।”
বাংলাদেশ ও শ্রীলঙ্কার বাণিজ্যের পরিমাণ বছরে ১৬ কোটি ডলারের মত। এর মধ্যে ১২ কোটি ডলারের পণ্য রপ্তানি করে শ্রীলঙ্কা। আর বাংলাদেশ রপ্তানি করে ৪ কোটি ডলারের মত।