ওমর ফারুক মিহান,চট্টগ্রামঃ ৫০ লাখ ভারতীয় রুপি সহ হযরত শাহজালাল বিমানবন্দরে ফখরুল ইসলাম নামক এক যাত্রীকে আটক করেছে বিমান বন্দর কাস্টমস।
গোপন সংবাদ থাকায় কাস্টমস গ্রিন চ্যানেল অতিক্রমের সময় যাত্রীর কাছে কোনো ধরনের বৈদেশিক মুদ্রা আছে কিনা জানতে চাওয়া হলে তিনি তা অস্বীকার করেন এবং গ্রিন চ্যানেল অতিক্রমের চেষ্টা করেন।
এরপর যাত্রীকে ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ব্যাগ তল্লাশি করে মোট ৫০ লাখ দুই হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়, যা বাংলাদেশি মুদ্রায় টাকার পরিমাণ আনুমানিক ৫৮ লাখ ৫২ হাজার ৩৪০ টাকা।