deshbangla71news.com
  • Home
  • জাতীয়
  • সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থানের উন্নতি
জাতীয়

সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থানের উন্নতি


ওমর ফারুক মিহান,সন্দ্বীপ,চট্টগ্রামঃ সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান আগের চেয়ে এগিয়েছে। এবার নবম বারের মতো সুখী দেশের তালিকা প্রকাশ করা হয়। বাংলাদেশ এই তালিকায় ৬ ধাপ এগিয়ে ১০১ এ অবস্থান করছে।

ফিনল্যান্ডের পরই সুখী দেশের তালিকায় রয়েছে ডেনমার্কের নাম। এরপরেই রয়েছে সুইজারল্যান্ড, আইসল্যান্ড ও নেদারল্যান্ডস। তালিকায় যুক্তরাষ্ট্র রয়েছে ১৯তম অবস্থানে।

এদিকে, সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান আগের চেয়ে কিছুটা এগিয়েছে। এই তালিকায় বাংলাদেশ রয়েছে ১০১তম অবস্থানে। এর আগের জরিপে ১৫৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১০৭তম।


Related posts

.

deshbangla71news.com

করোনায় আরও ২৪ জনের প্রাণহানি, আক্রান্ত ১৫৪৫

deshbangla71news.com

শুক্রবার দেশব্যাপী বিক্ষোভের ডাক হেফাজতের

deshbangla71news.com