deshbangla71news.com
খেলাধুলা

বিরাটের ব্যাটিং এ ইন্ডিয়ার সিরিজ জয়


মারুপ হাসানঃ ৫ ম্যাচ সিরিজের ৫ম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আগামীকাল। আগের ৪টি ম্যাচে উভয়দলের ২-২ সমতা ছিলো। প্রথমে ব্যাটিং করতে নেমে রহিতের ব্যাটিং তান্ডব শুরু হয়। রহিত শর্মা ৬৪ রান করে আউট হয়ে যাই।
এরপর বিরাট কোহলি ৮০রান করেন।দলের সবার পারফরম্যান্স ভালো ছিলো।ইন্ডিয়া ২২৫ রানের টার্গেট দিলেন।ইংল্যান্ড ব্যাটিং এ নেমে প্রথম ওভারে উইকেটের পতন।বাটলার আর মালানের বিশাল জুটি করেন।মালান করেন ৬৮ রান এবং বাটলার করেন ৫২ রান।
জুটি ভেংগে যাওয়ার পর উইকেটের পতন শুরু হয়। ভালো রান করতে পারেননি কেউ।অবশেষে ১৮৮ তে আটকে গেলেন। ৩৬ রানে জিতে গেলেন ইন্ডিয়া।
এই ম্যাচের প্লেয়ার অফ দা ম্যাচ হলেন কুমার এবং প্লেয়ার অফ দা সিরিজ হলেন ইন্ডিয়ার কেপ্টেন বিরাট কোহলি।


Related posts

মুস্তাফিজ একাদশে থাকবেন নাকি জানিয়ে দিলো রাজস্থান রয়েলসের ডিরেক্টর কুমার সাঙ্গাকারা

নিজস্ব প্রতিবেদক

শিশিরের কোল জুড়ে এল পুত্রসন্তান

নিজস্ব প্রতিবেদক

ম্যানচেস্টারে ফেরা হচ্ছে না ইব্রার

নিজস্ব প্রতিবেদক